Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / নোবিপ্রবিতে ছাত্রশিবিরের রান ফর ইউনিটি ম্যারাথন - Chief TV

নোবিপ্রবিতে ছাত্রশিবিরের রান ফর ইউনিটি ম্যারাথন - Chief TV

2025-12-06  ডেস্ক রিপোর্ট  52 views
নোবিপ্রবিতে ছাত্রশিবিরের রান ফর ইউনিটি ম্যারাথন - Chief TV

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু হয়ে বাংলা বাজার প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। তাদের প্রাণচাঞ্চল্যে ফুটে ওঠে নতুন প্রজন্মের ইতিবাচক শক্তি। এতে অনলাইনে প্রায় ৮০০-এর অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে। ম্যারাথন শেষে ২০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।

ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মোবাইল ফোন, অবাধ ইন্টারনেট, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিবির এ ধরনের আয়োজন করায় তারা ধন্যবাদ জানান।

ম্যারাথনে প্রথম হওয়া জিইই বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, আমি আগে থেকেই বলেছিলাম আমি প্রথম হবো এবং সেটা আমি পেয়েছি। শিবিরকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ। আরেকটু গুছিয়ে আয়োজন করতে পারলে ভালো হতো। তারপরও এটি ছিল সুন্দর একটি আয়োজন। এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত ঢাকা পোস্টকে বলেন, এক ভিন্নধর্মী উদ্যমে অনুষ্ঠিত হলো রান ফর ইউনিটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৈচিত্র্যময় এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে প্রায় ৮০০ শিক্ষার্থী এই দৌড়ে অংশ নেয়। আমরা এই আয়োজনের মাধ্যমে জানাতে চাই- অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হোক।

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঐক্য, সহযোগিতা ও মানবিকতার মতো চিরায়ত মূল্যবোধ নতুনভাবে ছড়িয়ে দিতে এ দৌড়ের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে এমন সুস্থ ও ইতিবাচক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা মনে করি রান ফর ইউনিটি শিক্ষার্থীদের মাঝে ঐক্যের সেতুবন্ধন তৈরি করবে। ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে আমরা নিয়মিতই এমন আয়োজন করতে চাই। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে তরুণরা আমাদের এই আয়োজনে সাড়া দিয়েছেন- এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ম্যারাথনে নোবিপ্রবি ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুর রহমান, অফিস সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক মাহবুবুল আলম তারেকসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: