Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / গাইবান্ধায় নববধূর হাতে বাসররাতেই স্বামীর পুরুষাঙ্গ কর্তন- Chief TV

গাইবান্ধায় নববধূর হাতে বাসররাতেই স্বামীর পুরুষাঙ্গ কর্তন- Chief TV

2025-09-06  সম্পাদক  66 views
গাইবান্ধায় নববধূর হাতে বাসররাতেই স্বামীর পুরুষাঙ্গ কর্তন- Chief TV

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে নজরুল ইসলাম (২৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী মোরশেদা আক্তার (২০) শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের ।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন।

সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এ সময় নজরুলের আত্নচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধু তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: