Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / ক্যাম্পাস / জাবিতে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ঢুকল যুবকের মাথায়

জাবিতে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ঢুকল যুবকের মাথায়

2025-10-26  ডেস্ক রিপোর্ট  41 views
জাবিতে ঘাস কাটা মেশিনের ব্লেড ভেঙে ঢুকল যুবকের মাথায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ঘাস কাটার মেশিনের ব্লেড ছিটকে গিয়ে সুমন মিয়া (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুমন মিয়া সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে স্থাপিত এক স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, গত ২৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার ছিল টুর্নামেন্টের শেষ দিন। মাঠ প্রস্তুতের সময় মেশিন দিয়ে ঘাস কাটার এক পর্যায়ে মাটিতে থাকা একটি ইটে আঘাত লাগলে ব্লেডটি ভেঙে ছিটকে গিয়ে সুমন মিয়ার মাথায় আঘাত হানে।

সুমনের পাশের স্টলে থাকা নাদিয়া মীম বলেন, “ঘটনার পরপরই সুমন স্টলে লুটিয়ে পড়েন। প্রথমে কেউ সাহস করে এগোতে পারেনি, পরে বিশাল ভাই তাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।”

ঘাস কাটার কাজে নিয়োজিত কর্মচারী আবুল হোসেন বলেন, “সামান্য ঘাস কাটার সময় এমন দুর্ঘটনা হবে, ভাবতেই পারিনি।”

স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল বলেন, “খবর পেয়ে দ্রুত সুমনকে হাসপাতালে পাঠানো হয়। টুর্নামেন্ট ও স্টল উভয়েরই অনুমতি নেওয়া হয়েছিল।”

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম জানান, “দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে প্রথমে এনাম মেডিকেল কলেজে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাত ১টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।”

এদিকে মাঠে স্টল স্থাপনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মাঠে খেলা বা স্টল দেওয়ার বিষয়ে আমাদের বিভাগকে জানানো হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান বলেন, “২৩ অক্টোবর পর্যন্ত কোনো লিখিত আবেদন আমরা পাইনি।”

প্রক্টর একেএম রাশিদুল আলম জানান, “আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, উপাচার্য মহোদয়ের অনুমতি নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।”


Share: