
কাউনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা গত রবিবার বিকালে জিন্না চম্পা হল রুমে অনুষ্ঠিত হয়।
সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিকের সংগঠন কাউনিয়া প্রেস ক্লাব সভাপতি শাহ্ মোবাশশেরুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মিটুল, জসিম সরকার, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আনন্দ প্রমূখ।
সভায় জানান হয় সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। কাউনিয়ায় বিভিন্ন ধরনের দুর্নীতি, দেশ ও জাতির কল্যাণে কাউনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও দায়িত্ব পালন অব্যাহত রাখার। এছারাও কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবকে আরও বেগবান ও গতিশীল করতে বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।