Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আঞ্চলিক / নওগাঁর মান্দা নীলকুঠি বসরীতলা এলাকায় ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু - Chief TV

নওগাঁর মান্দা নীলকুঠি বসরীতলা এলাকায় ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু - Chief TV

2025-09-07  সম্পাদক  20 views
নওগাঁর মান্দা নীলকুঠি বসরীতলা এলাকায়  ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু - Chief TV

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতর নাম পরিচয়ের জানার চেষ্টা চলছে। প্রতক্ষদর্শীরা জানান, ট্রাকটি রাজশাহী থেকে নওগাঁগামী ছিল এবং গাড়ির গতি অনেক বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


Share: