Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / প্রশাসন / পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ জন এসআই- Chief TV

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ জন এসআই- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  49 views
পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ জন এসআই- Chief TV

বাংলাদেশ পুলিশের ২৭৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী—

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা।
সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৯৭ জন কর্মকর্তা।
পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।

বাংলাদেশ পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি করা হবে।


Share: