
মো: এ কে নোমান, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে দুইদিন ধরে নিখোঁজ রয়েছে ১১ বছর বয়সী শিশু মমতা। সর্বশেষ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি সে। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মমতা নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে। মমতা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় দিশেহারা বাবা মিনহাজুল ইসলাম বলেন, একদিন আগে স্কুলে জুতা ফেলে এসেছিল মমতা। পরদিন সকালে সেই জুতা নিতে স্কুলে যায়। পরে পাশের ফুফুর বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে মমতার পরিবার। অকস্মাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা। সম্ভাব্য সন্দেহজনক স্থান ও আশপাশের পুকুরে কয়েক দফা তল্লাশি চালানো হলেও শিশুটির সন্ধান মেলেনি। স্বজনদের অভিযোগ, এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।