ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল, পরিবার বা চিকিৎসকরা কেউই এখনও লন্ডনে যাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। তবে তার চিকিৎসার প্রয়োজনে যেকোনো সময় সেখানে যেতে হতে পারে— এমন সম্ভাবনা মাথায় রেখেই যুক্তরাজ্যের মাল্টিপল ভিসার জন্য নতুন করে আবেদন করা হয়েছে।