টলিউডে এখন ‘দেখতে সুন্দর’ হওয়ার চাপ যেন এক নির্মম নিয়মে পরিণত হয়েছে। রূপ ধরে রাখতে অনেক অভিনেত্রী বেছে নিচ্ছেন লিপ ফিলার, নোস জব, বডি শেপিং এমনকি ব্রেস্ট সার্জারির মতো প্লাস্টিক অপারেশন। কারণ, ইন্ডাস্ট্রির একটি অংশের বিশ্বাস—এইসব না করালে নায়িকা হওয়া যায় না।