
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন চার বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বাদ জুম্মা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নিজ উদ্যোগে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।