পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে পরপর পাঁচ ম্যাচে পরাজয়ের ফলে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের। তাই লিগপর্বে ভারতের বিপক্ষে আজকের (রোববার) ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার লড়াই। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ ও ভারতের দ্বৈরথ সবসময়ই এনে দেয় আলাদা উত্তেজনা। শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে হারমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত, যারা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ টাইগ্রেসরা।
ম্যাচের আগে দলের ব্যাটার সোবহানা মোস্তারি জানান, বিশ্বকাপজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাদের লড়াইয়ের বড় প্রেরণা। তিনি বলেন, “একসময় দলে বেশিরভাগ খেলোয়াড়ই আসতেন উত্তরবঙ্গ থেকে। এখন চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা আসছে, তাদের পরিবারও উৎসাহ দিচ্ছে। দেশের মানুষ আমাদের খেলা দেখছে, সমর্থন দিচ্ছে—এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

বাংলাদেশি ব্যাটার সোবহান মোস্তারি
ব্যাটিং বিভাগে আগের চেয়ে উন্নতি হয়েছে বলে মনে করেন এই টপ অর্ডার ব্যাটার। তিনি বলেন, “২০২২ সালের বিশ্বকাপে আমাদের ব্যাটিং বিভাগ ছিল অনেক দুর্বল, তখন শুধু একটি হাফসেঞ্চুরি হয়েছিল—পিংকি আপুর (ফারজানা হক) ব্যাটে। এবার কিন্তু ৬-৭টা হাফসেঞ্চুরি এসেছে। এটা স্পষ্টই বোঝায়, আমরা ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছি। হাফসেঞ্চুরি করা মোটেও সহজ নয়।”
তবে সোবহানা স্বীকার করেন, ধারাবাহিকতার অভাব এখনো দলের বড় সমস্যা। “কিছু ম্যাচে আমরা জয়ের কাছাকাছি গিয়েও ব্যাটিংয়ের ব্যর্থতায় হেরেছি। কিন্তু তবুও উন্নতির এই ধারাটা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে,” যোগ করেন তিনি।