
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার (১০ মে) রাতে বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনের মাধ্যমে ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন বা সমর্থকদের বিচার ও শাস্তি প্রদানে সক্ষম হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং দলের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ‘জুলাই আন্দোলন’-এর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের সব ধরনের কার্যক্রম, বিশেষ করে সাইবার জগতে, নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই জারি করা হবে।
এছাড়া, বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।