Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / অপরাধ / গাজীপুরে সাংবাদিক তুহিন কে কু'পিয়ে হ'ত্যা - Chief TV

গাজীপুরে সাংবাদিক তুহিন কে কু'পিয়ে হ'ত্যা - Chief TV

2025-08-07  সম্পাদক  110 views
গাজীপুরে সাংবাদিক তুহিন কে কু'পিয়ে হ'ত্যা - Chief TV

মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্যে জনসমক্ষে দুর্বৃত্তরা এক সাংবাদিক কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় সাংবাদিক তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।

তুহিন দুই ছেলে ও স্ত্রী নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন।

এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।


Share: