
রোববার (১১ মে) সকালে নৌ পুলিশের এসআই মিলন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। এতে যৌন নিপীড়ন, বেআইনি জটলা, শারীরিক আঘাত, লঞ্চ ভাঙচুর, মালামাল লুট ও হুমকির অভিযোগও যুক্ত করা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা নেহাল আহমেদকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, 'এমভি ক্যাপ্টেন' লঞ্চে দুই তরুণীকে মারধর করছেন তিনি। এরপর পুলিশের ডাকে সাড়া দিয়ে থানায় গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণী ও লঞ্চ কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে বলা হলেও কেউ এগিয়ে আসেননি। ফলে নৌ পুলিশই বাদী হয়ে মামলা করে। মামলার তদন্ত করছে নৌ পুলিশ এবং নেহালকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।