Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / তথ্যপ্রযুক্তি / ওপেনএআই'র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক - Chief TV

ওপেনএআই'র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক - Chief TV

2025-12-08  ডেস্ক রিপোর্ট  48 views
ওপেনএআই'র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক - Chief TV

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনের মতো কিছু দেখানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি স্ক্রিনশটে পেইড ব্যবহারকারীরা পেলোটন, টার্গেটসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক বার্তা দেখার দাবি তোলেন।

ওপেনএআই শুরুতেই এসব অভিযোগ অস্বীকার করে। তারা বলেছে, চ্যাটজিপিটিতে কোনো বিজ্ঞাপন চালু নেই। এমনকি বিজ্ঞাপন পরীক্ষাও চলছে না।

তবে বিতর্ক থামেনি। কোম্পানির প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন পরে স্বীকার করেন, “আমরা এই বিষয়ে কাঙ্ক্ষিত মান বজায় রাখতে পারিনি।” তিনি জানান, এ ধরনের সাজেশন আপাতত বন্ধ করা হয়েছে।
চেন বলেন, প্ল্যাটফর্মে যেসব অ্যাপ সুপারিশ দেখানো হচ্ছিল, সেগুলো আসলে চ্যাটজিপিটির অ্যাপ প্ল্যাটফর্মের অংশ। কোনো আর্থিক লেনদেন বা বিজ্ঞাপন নয়। তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা ‘বিভ্রান্তিকর’ হওয়ায় ওপেনএআই তা সরিয়ে নিয়েছে।

চ্যাটজিপিটির প্রধান নিক টার্লিও একই কথা বলেন। তিনি শুক্রবার পোস্ট করে জানান, “চ্যাটজিপিটিতে কোনো বিজ্ঞাপন নেই। যেসব ছবি ছড়িয়েছে, সেগুলো সত্য নয় বা বিজ্ঞাপন নয়।” তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি বিজ্ঞাপন আনা হয়, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হবে।
তবে ব্যবহারকারীদের একটি বড় অংশ বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেন, “আমাদের বোকা ভাববেন না।”

বিতর্কের মাঝেই চেন সামাজিক মাধ্যমে আরও একটি স্পষ্ট বার্তা দেন। তিনি লেখেন, “যে কোনো সুপারিশ যদি বিজ্ঞাপনের মতো মনে হয়, তা খুব সতর্কতার সঙ্গে দেখভাল করা উচিত। আমরা সেই জায়গায় ঠিকমতো কাজ করতে পারিনি।”

তিনি জানান, মডেলের নির্ভুলতা উন্নত না হওয়া পর্যন্ত এমন সাজেশন বন্ধ রাখা হবে। ব্যবহারকারীরা চাইলে ভবিষ্যতে এসব নিয়ন্ত্রণ করার অপশনও পাবেন।

এদিকে নতুন তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি লিখেছে—OpenAI–এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি একটি ‘কোড রেড’ নোটিশ জারি করেছেন। চ্যাটজিপিটির গুণগত মান উন্নত করাকে তিনি এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। ফলে বিজ্ঞাপনসহ অন্যান্য পরিকল্পনা আপাতত পিছিয়ে গেছে।

এ বছরের শুরুর দিকে ইনস্টাকার্ট ও ফেসবুকের সাবেক নির্বাহী ফিজি সিমো OpenAI–তে যোগ দেন। তখন ধারণা করা হয়েছিল—তিনি কোম্পানির বিজ্ঞাপন ব্যবসা দ্রুত বড় করবেন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে বোঝা যাচ্ছে—OpenAI এখন গুণগত মানকে বিজ্ঞাপনের ওপরে রাখছে।

বিতর্ক সাময়িকভাবে থামলেও ব্যবহারকারীরা নজর রাখছেন। চ্যাটজিপিটির অভিজ্ঞতা কতটা নিখুঁত হয়—এখন সেটাই বড় প্রশ্ন।
 


Share: