সম্প্রতি ‘ইন-কল স্ক্যাম প্রটেকশন’ ফিচার চালু করেছে গুগল। স্ক্যাম কল চলাকালে ব্যবহারকারী ব্যাংকিং অ্যাপ খুললে এখন অ্যান্ড্রয়েড ফোন আগে থেকেই সতর্কবার্তা দেবে। কেউ ফোন কলে অর্থ দাবি বা আর্থিক অ্যাপ নিয়ে ঠকানোর চেষ্টা করলে ফিচারটি কাজ করবে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, সাধারণত অচেনা কেউ ব্যাংক কর্মচারী সেজে ফোন করার মাধ্যমেই বেশির ভাগ প্রতারণা শুরু হয়। তারপর ভুক্তভোগীকে কোনো পেমেন্ট বা ব্যাংকিং অ্যাপ খুলতে বলা হয়। তবে অ্যান্ড্রয়েড এখন প্রতারণার ধাপগুলো শুরুর আগেই আটকানোর চেষ্টা করবে বলে জানিয়েছে গুগল। স্ক্যাম কলের সময় কোনো ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপ খুললে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা চলে যাবে ফোনে। ফিচার তখনই চালু হবে, যখন কল আসা নম্বরটি ফোনে সেভ করা থাকবে না এবং একই সময় কোনো ব্যাংকিং বা পেমেন্টজাতীয় অ্যাপ খোলা হবে। উল্লেখ্য, সুবিধাটি অ্যান্ড্রয়েড ১১ ও এর পরের সংস্করণে কাজ করবে। প্রতিবেদন অনুযায়ী, ইন-কল স্ক্যাম প্রটেকশন ফিচারটি প্রাথমিকভাবে ভারতসহ অন্য কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।