Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / বিনোদন / আবারও চুরির অভিযোগে অভিনেত্রী রূপা দত্ত গ্রেপ্তার - Chief TV

আবারও চুরির অভিযোগে অভিনেত্রী রূপা দত্ত গ্রেপ্তার - Chief TV

2025-11-02  ডেস্ক রিপোর্ট  29 views
আবারও চুরির অভিযোগে অভিনেত্রী রূপা দত্ত গ্রেপ্তার - Chief TV

সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় বলিউডে অভিনয় করা এই নারীকে চেনেন অনেকেই—তিনি কলকাতার অভিনেত্রী রূপা দত্ত। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও। অর্থ-সম্ভ্রান্ত জীবনযাপন করলেও বারবার চুরি ও পকেটমারির ঘটনায় আলোচনায় আসছেন তিনি।

সম্প্রতি ফের এক চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন রূপা দত্ত। গত ১৫ অক্টোবর কলকাতায় এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ অর্থ চুরির অভিযোগে তাকে আটক করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার রাতে বড়বাজার থানার নন্দরাম মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপা দত্ত যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। টলিউডে কাজের সুযোগ না পেয়ে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান এবং সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ সিনেমাতেও অভিনয় করেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে রূপার নাম অভিনয়ের চেয়ে বেশি শোনা গেছে বিতর্ক ও অপরাধমূলক ঘটনায়। ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির ঘটনায় হাতেনাতে ধরা পড়ে তার কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ।

এরও আগে, ২০২০ সালে তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, যা পরে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

সর্বশেষ ঘটনায় অভিযোগকারী নারীর ব্যাগ থেকে ২০ গ্রাম সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেইন, দুটি সোনার বালা ও নগদ ৪ হাজার টাকা চুরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তল্লাশিতে রূপার বাসা থেকে ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বড়বাজার থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে একাধিক পূর্বের মামলাও খতিয়ে দেখা হচ্ছে।


Share: