Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / বিনোদন / হোটেল থেকে জায়নামাজ নিয়ে যাওয়ায়, আলোচনায় দুরেফিশান সেলিম - Chief TV

হোটেল থেকে জায়নামাজ নিয়ে যাওয়ায়, আলোচনায় দুরেফিশান সেলিম - Chief TV

2025-10-27  বিনোদন ডেস্ক  51 views
হোটেল থেকে জায়নামাজ নিয়ে যাওয়ায়, আলোচনায় দুরেফিশান সেলিম - Chief TV

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রূপ, গ্ল্যামার ও অভিনয় দক্ষতায়। তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমী স্বীকারোক্তি নিয়ে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে দুরেফিশান জানান, একবার তিনি বিলাসবহুল একটি হোটেল থেকে একটি সুন্দর জায়নামাজ নিয়ে এসেছিলেন। অভিনেত্রীর ভাষায়, “ওটা খুব নরম আর আকর্ষণীয় ছিল, তাই আমি নিয়ে ফেলেছিলাম।”

তার এই অকপট স্বীকারোক্তিতে উপস্থিত অতিথি অভিনেতা মিকাল জুলফিকার এবং সঞ্চালক নিদা ইয়াসির বেশ অবাক হয়ে যান। তখন জুলফিকার মজার ছলে জিজ্ঞেস করেন, “চুরি করতে লজ্জা লাগেনি?”

দুরেফিশান হেসে জবাব দেন, “আমি ভেবেছিলাম আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন, কারণ আমি সেটি নামাজ পড়ার জন্যই ব্যবহার করেছি।”

জুলফিকার এরপর রসিকতা করে বলেন, “তাহলে যারা মসজিদের বাইরে থেকে জুতা নেয়, তাদেরও তো ক্ষমা করা উচিত!” — আর এই কথার পরপরই পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়ে।

সেই মজার মুহূর্তের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শকরা একদিকে অভিনেত্রীর সরলতা ও রসবোধে মুগ্ধ, অন্যদিকে বিষয়টি নিয়ে চলছে নানা মজার মন্তব্য।
 


Share: