দেশের রক সংগীতের আইকন, ‘নগর বাউল’ খ্যাত ফারুক মাহফুজ আনাম জেমসের জীবনে এসেছে নতুন আনন্দের বার্তা। বাবা হয়েছেন এই কিংবদন্তি শিল্পী। চলতি বছরের জুন মাসে জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আমিনের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
বুধবার (২২ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন জেমস। তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“বাবা হওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, তিনি আমাকে একটি সুস্থ সন্তান দান করেছেন।”
গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস। বিয়ের পর স্ত্রীর নামের সঙ্গে নিজের নামও যুক্ত করেন তিনি। নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে; তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।
এর আগে, ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয় জেমসের। এরপর প্রায় এক দশক একাকী সময় কাটান এই রক তারকা। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়, যা পরবর্তীতে পরিণত হয় প্রণয় ও পরিণয়ে।
সংগীতের পাশাপাশি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ‘নগর বাউল’ জেমস — বাবা ও পরিবারের মানুষ হিসেবে।