দেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ভর্তুকিসহ দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়নের সুযোগ এবং লেট নাইট ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: ক্রিয়েটিভ ডিজাইনার
শিক্ষাগত যোগ্যতা: ক্রিয়েটিভ ডিজাইন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
দক্ষতা ও অভিজ্ঞতা
ক্রিয়েটিভ ডিজাইনে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । সংবাদপত্র/পাবলিশিং ডিজাইনে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ক্যানভা ও অন্যান্য গ্রাফিকস টুলে দক্ষতা থাকতে হবে। লে-আউট, টাইপোগ্রাফি ও রং ব্যবহারে ভালো ধারণা এবং সৃজনশীল চিন্তাধারা ও নতুন কনসেপ্ট ডেভেলপ করার সক্ষমতা থাকতে হবে।
কাজের ধরন
প্রিন্ট, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় ভিজ্যুয়াল কনটেন্ট ডিজাইন করা।
সংবাদপত্র/ম্যাগাজিন লে-আউট, ইনফোগ্রাফিকস, ব্যানার, পোস্টার ও সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভস তৈরি করা।
কনটেন্ট টিম ও মার্কেটিং টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিজাইন ডেলিভারি করা।
প্রতিষ্ঠানের ব্র্যান্ড আইডেন্টিটি বজায় রেখে নতুন আইডিয়া প্রয়োগ করা।
বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট।
পদের নাম: নির্বাহী
পদসংখ্যা: অনির্ধারিত
কাজের ধরন
কোম্পানির ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিষয়বস্তু প্রকাশের জন্য তৈরি করা।
ই-পেপার প্রকাশের জন্য প্রস্তুত করা।
সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
অভিজ্ঞতা:
কমপক্ষে দুই বছর অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে গ্রুপ অব কোম্পানিজ, পত্রিকা বা ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র বা সংবাদ পোর্টালে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা:
প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ পরিবেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।
পদের নাম: এসইও এক্সিকিউটিভ
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: ২ বছরের বাস্তব এসইও অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে নিউজ সাইটে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা:
Google Search Console (GSC) ও Google Analytics (GA) ব্যবহারে দক্ষ হতে হবে। গুগল ও গুগল নিউজ র্যাঙ্কিং ফ্যাক্টর্স ভালোভাবে বুঝতে হবে। SimilarWeb র্যাঙ্কিং সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে। SEMrush, Ahrefs প্রভৃতি টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
কাজের ধরন:
বড় ওয়েবসাইটের Crawling ও Indexing সমস্যা বুঝে সমাধান করতে সক্ষম হতে হবে।
এসইও-এর সকল নিয়মিত কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদন করতে হবে।
অন-পেজ এসইওতে দক্ষ হতে হবে।
এসইও-ভিত্তিক কনটেন্ট আইডিয়া ও টেমপ্লেট তৈরি করার সক্ষমতা থাকতে হবে।
ওয়েবসাইটের সার্চ ট্রাফিক মনিটর করতে হবে।
নিউজ সাইটের জন্য উপযোগী সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বোঝা থাকতে হবে।
প্রতিটি এসইও কার্যক্রমের ডেটা সংরক্ষণ ও মাসিক রিপোর্ট তৈরি করতে হবে।
কর্মক্ষেত্র: অফিস।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা:
ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, হলিডে ডিউটি অ্যালাউন্স, লেট নাইট ড্রপ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতা। দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা পদের নামসহ সিভি এবং আগের কাজের পোর্টফোলিও career@ajkerpatrika.com ই–মেইল ঠিকানায় পাঠাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫