Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / Jobs / স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি- Chief TV

স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি- Chief TV

2025-10-22  ডেস্ক রিপোর্ট  49 views
স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি- Chief TV

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে। দেশটি তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানায়, এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অধিক কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসা পেতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে। অন্যথায় আবেদন বাতিল করা হবে।

• আবেদন শুরু: আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে
• শেষ তারিখ: ৭ ডিসেম্বর পর্যন্ত
• আবেদনের ধরন: আগাম ফরম পূরণের মাধ্যমে অনলাইন আবেদন

ইতালি এবার নন-ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে — যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা সবাইকে সতর্ক করে জানিয়েছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আবেদন না করতে। কারণ সরকার এবার সম্পূর্ণ ডিজিটাল যাচাই ব্যবস্থা চালু করেছে, যেখানে মালিক ও কর্মীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গৃহীত হবে।

ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট বিরাজ করছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির লক্ষ্য ছিল প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়া — যা পরে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালের আবেদনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে বিশেষ ‘ক্লিক ডে’। ওই দিনগুলোতে সকাল ৯টায় অনলাইনে আবেদন জমা নেওয়া হবে।

ক্লিক ডে তারিখসমূহ (২০২৬):

•১২ জানুয়ারি

•৯ ফেব্রুয়ারি

•১৬ ফেব্রুয়ারি

•১৮ ফেব্রুয়ারি


Share: