Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / Jobs / এভিয়েশন এক্সপ্রেসে ৩ পদে নিয়োগ - Chief TV

এভিয়েশন এক্সপ্রেসে ৩ পদে নিয়োগ - Chief TV

2025-10-26  ডেস্ক রিপোর্ট  47 views
এভিয়েশন এক্সপ্রেসে ৩ পদে নিয়োগ - Chief TV

বাংলাদেশের এভিয়েশন, এয়ারলাইনস, এয়ারপোর্ট, ট্যুরিজম, কার্গো ও প্রবাসী কমিউনিটিকে কেন্দ্র করে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম এভিয়েশন এক্সপ্রেস নিউজ। ডিজিটাল নিউজ পোর্টাল, পাক্ষিক প্রিন্ট সংস্করণ, ইউটিউব চ্যানেল— সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরের জন্য একটি পূর্ণাঙ্গ মিডিয়া হাব।

এই সম্ভাবনাময় মিডিয়া স্টার্টআপে কাজের দারুণ সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারেন বিজনেস এক্সিকিউটিভ, সাব-এডিটর ও গ্রাফিক ডিজাইনার পদে।

পদের নাম: এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট)

দায়িত্ব:

  • ব্যবসা উন্নয়ন ও পার্টনারশিপ কৌশল তৈরি ও বাস্তবায়ন।

  • বিজ্ঞাপনদাতা, স্পনসর ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গঠন।

  • রাজস্ব বৃদ্ধি ও ব্র্যান্ড প্রোমোশনে সম্পাদকীয় ও মার্কেটিং টিমকে সহায়তা।

  • এভিয়েশন ও ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে নেটওয়ার্ক তৈরি।

যোগ্যতা:

  • বিজনেস, মার্কেটিং, মিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।

  • ১–২ বছরের অভিজ্ঞতা (দক্ষ নতুনরাও আবেদনযোগ্য)।

  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা।

  • নেটওয়ার্কিং ও প্রেজেন্টেশনে দক্ষতা।

  • এভিয়েশন, মিডিয়া ও ডিজিটাল ইনোভেশনের প্রতি আগ্রহ।
     

পদের নাম: গ্রাফিক ডিজাইনার

দায়িত্ব:

  • সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, ইনফোগ্রাফিক ও প্রিন্ট সংস্করণের ডিজাইন।

  • সম্পাদকীয় ও মার্কেটিং টিমের সঙ্গে সমন্বয়ে ব্র্যান্ডিং ভিজ্যুয়াল তৈরি।

  • প্রেস-রেডি লে-আউট ডিজাইন ও ফাইল প্রস্তুত।

  • নির্ধারিত সময়সীমার মধ্যে মানসম্পন্ন ভিজ্যুয়াল আউটপুট নিশ্চিত।

যোগ্যতা:

  • গ্রাফিক ডিজাইন বা ভিজ্যুয়াল কমিউনিকেশন বিষয়ে স্নাতক বা সমমান।

  • ১–৩ বছরের অভিজ্ঞতা (মিডিয়া সেক্টরে অভিজ্ঞতা অগ্রাধিকার)।

  • Photoshop, Illustrator, InDesign-এ দক্ষতা।

  • Premiere Pro বা After Effects জানা থাকলে বাড়তি সুবিধা।

  • শক্তিশালী পোর্টফোলিও আবশ্যক।
     

পদের নাম: সাব-এডিটর

দায়িত্ব:

  • নিউজ ও ফিচার সম্পাদনা, প্রুফরিড ও ফ্যাক্ট-চেক।

  • রিপোর্টার ও ডিজাইন টিমের সঙ্গে সমন্বয়ে নিউজের মান উন্নয়ন।

  • শিরোনাম, ক্যাপশন ও সারসংক্ষেপ লেখা।

  • সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট অপটিমাইজেশন।

যোগ্যতা:

  • সাংবাদিকতা, গণযোগাযোগ বা ইংরেজি বিষয়ে স্নাতক।

  • ১–৩ বছরের অভিজ্ঞতা (দক্ষ নতুনরাও আবেদনযোগ্য)।

  • বাংলা ও ইংরেজি লেখায় দক্ষতা।

  • ডিজিটাল নিউজ ট্রেন্ড ও পাবলিশিং টুলে ধারণা থাকা আবশ্যক।

  • এভিয়েশন ও আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ থাকলে অগ্রাধিকার।

আবেদনের নিয়ম
আগ্রহীরা তাঁদের সিভি ও সংক্ষিপ্ত কভার লেটার পাঠাতে পারেন নিচের ইমেইলে:

 aviationexpressnews@gmail.com


Share: