
রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, “বর্তমান সংবিধান মানবাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ফেরাতে নতুন সংবিধান প্রয়োজন। মৌলিক সংস্কারের দিকেই আমাদের অগ্রসর হওয়া জরুরি। অপ্রয়োজনীয় বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা অর্থহীন।”
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া চলমান। এখন দরকার একটি স্বচ্ছ বিচারিক রোডম্যাপ—যাতে জনআস্থা প্রতিষ্ঠা পায়।”
তিনি আরও বলেন, “সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য হলে নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আশা করছি, খুব শিগগিরই সংলাপ ও সমঝোতার ভিত্তিতে অগ্রগতি সম্ভব।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনডিএমের ববি হাজ্জাজ, মানবাধিকারকর্মী আইরিন খান, টিআইবির ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক নূরুল কবিরসহ আরও অনেকে।