Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / আঞ্চলিক / উত্তরাঞ্চলে শীত নামবে ১০ নভেম্বর থেকে: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস- Chief TV

উত্তরাঞ্চলে শীত নামবে ১০ নভেম্বর থেকে: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  18 views
উত্তরাঞ্চলে শীত নামবে ১০ নভেম্বর থেকে: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস- Chief TV

আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। এরপর নভেম্বরে শেষ নাগাদ শীত জেঁকে বসবে সারা দেশে—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি নভেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব কারণে মাসজুড়ে বৃষ্টিপাত কিছুটা বেড়ে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়াতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায়, ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীতের সূচনা হবে এবং মাসের শেষ দিকে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন,
“নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীত শুরু হবে। পরে তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে। ঢাকায় শীত ভালোভাবে অনুভূত হবে ডিসেম্বরের প্রথমার্ধে।”

বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।


Share: