
ছোট পর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নতুন করে বিয়ের পরিকল্পনা করছেন। মডেলিং ও অভিনয়ে এক যুগের বেশি সময় ধরে কাজ করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে এবার জীবনকে ভিন্নভাবে সাজাতে চান এই শিল্পী।
সাম্প্রতিক এক নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানিয়া জানান, বিয়ের পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়াতে চান। সংসারেই দিতে চান পুরো মনোযোগ। এমনকি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করারও পরিকল্পনা করছেন তিনি।
তানিয়া বলেন, “সংসার আর ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে নেওয়া কঠিন। তাই যখনই বিয়ে করব, তখনই অভিনয় ছাড়ব। আমার জীবনসঙ্গী ও পরিবারের জন্যই সময় দিতে চাই।”
তিনি আরও জানান, “পরবর্তী পাঁচ বছর কাজ চালিয়ে যেতে চাই। তারপর বিয়ে করে একেবারে সংসার জীবনেই স্থির হতে চাই। দেশের বাইরেও সেটেল হওয়ার ইচ্ছা আছে।”
তবে এখনো বিয়ের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তানিয়া। বললেন, “ভালো একজন জীবনসঙ্গী পেলে এবং মানসিকভাবে প্রস্তুত হলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, ২০১৭ সালে তানিয়া বৃষ্টি অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
পরে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তানিয়া সেই খবর উড়িয়ে দিয়ে বলেন, “এসব ভিত্তিহীন গুজব।”
প্রসঙ্গত, তানিয়া বৃষ্টি ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ বেশ কিছু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।