
এ বছরের সবচেয়ে আলোচিত হিন্দি ছবি ‘সাইয়ারা’ মুক্তির সাত সপ্তাহ পর প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে। নবাগত তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে একের পর এক রেকর্ড ভেঙেছে।
৪৮ দিন ধরে প্রদর্শনের পর শুধু ভারতেই ৩২৯.২৫ কোটি রুপি আয় করেছে ‘সাইয়ারা’। এ সাফল্যের ফলে ছবিটি ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকায় ১৪তম স্থানে জায়গা করে নিয়েছে।
এই আয় দিয়ে ‘সাইয়ারা’ পেছনে ফেলেছে সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি), সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ (৩০২ কোটি) এবং কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি)-এর মতো জনপ্রিয় ছবিকে।
আন্তর্জাতিক অঙ্গনেও ছিল ‘সাইয়ারা’র নজরকাড়া সাফল্য। কোনো সুপারস্টার না থাকলেও ছবিটি বিদেশি বাজারে আয় করেছে ১৯.৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৫৭০ কোটি রুপি। এই বিপুল অঙ্কের আয়ের সুবাদে ‘সাইয়ারা’ এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার খেতাব অর্জন করেছে।
৫৭০ কোটি রুপি আয় করে ‘সাইয়ারা’ শাহরুখ খানের ‘ডাঙ্কি’ (৪৫৫ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি), রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি), এবং সর্বকালের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি) ও ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি)-কে ছাড়িয়ে গেছে।
মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত ছবিটি একজন মেজাজী গায়ক (আহান) এবং একজন গীতিকারের (অনীত) প্রেমের গল্প নিয়ে তৈরি। ছবিতে আরও অভিনয় করেছেন রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান ও শান গ্রোভার। সমালোচক ও দর্শক উভয়ই ছবিটি ব্যাপকভাবে প্রশংসা করেছে।