Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবার স্ত্রীর মৃত্যু - Chief TV

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবার স্ত্রীর মৃত্যু - Chief TV

2025-09-09  সম্পাদক  33 views
বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবার স্ত্রীর মৃত্যু - Chief TV

নেপালের বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন ধরান। ঘটনাস্থলে থাকাকালীন রাজ্যলক্ষ্মী ঘরের ভেতর ছিলেন।

দাল্লু এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করে। তারা বাড়িটি ঘিরে আগুন ধরলে রাজ্যলক্ষ্মী আটকা পড়েন। তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

গত সোমবার ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। বিক্ষোভকারীদের তীব্রতার কারণে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। এরপর সহিংসতা আরও বৃদ্ধি পায়; পার্লামেন্টের মূল ভবনে আগুন লাগানো হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে ঢুকে তাদের খুঁজে মারধর করা হয়। বেশিরভাগ মন্ত্রীর বাড়িই পুড়িয়ে দেওয়া হয়েছে।


Share: