Chief TV - Leading online news portal of Bangladesh.

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / শুল্ক ইস্যুতে এবার মার্কিন সুপ্রিম কোর্টে গেলেন ট্রাম্প - Chief TV

শুল্ক ইস্যুতে এবার মার্কিন সুপ্রিম কোর্টে গেলেন ট্রাম্প - Chief TV

2025-09-04  সম্পাদক  34 views
শুল্ক ইস্যুতে এবার মার্কিন সুপ্রিম কোর্টে গেলেন ট্রাম্প - Chief TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টের কাছে নিম্ন আদালতের রায় বাতিলের আবেদন করেছেন। ওই রায়ে একাধিক দেশের ওপর আরোপিত তার পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে

স্থানীয় সময় বুধবার রাতে দায়ের করা এক আবেদনে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টকে দ্রুত হস্তক্ষেপ করে রায় দেওয়ার আহ্বান জানায়। আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে এ বিষয়ে স্পষ্ট রায় প্রয়োজন।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দেয়, প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন। আদালত জানায়, শুল্ক আরোপ প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে না; এটি মূলত কংগ্রেসের ক্ষমতা।

এই রায় কার্যকর হলে ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির এজেন্ডা ভেস্তে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে হতে পারে। যদিও আপিল আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিয়েছে, তবে ট্রাম্প প্রশাসনকে আপিলের সুযোগও দিয়েছে এবং সেই সময় পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখা হয়েছে।

আবেদনের সময় মার্কিন সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে লড়াই পরিচালনাকারী সলিসিটর জেনারেল জন সাওয়ার লিখেছেন, এই মামলায় ঝুঁকি এর চেয়ে বড় হতে পারে না।” তিনি আরও বলেন, নিম্ন আদালতের ভুল রায় অত্যন্ত প্রভাবশালী; এটি সংবেদনশীল কূটনৈতিক বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং অভূতপূর্ব অর্থনৈতিক ও বৈদেশিক নীতি সংকট মোকাবিলায় প্রেসিডেন্টের প্রচেষ্টার ওপর আইনি অনিশ্চয়তা তৈরি করেছে।


Share: