
খেলাধুলা ডেস্কঃ
হারারেতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনারের আক্রমণাত্মক শুরু ও বোলারদের ধারাবাহিকতায় ৯১ রানে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৭৪ রান। ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার, যিনি মাত্র ৬৩ বলে করেন ৮২ রানের ঝড়ো ইনিংস। তাঁর সঙ্গে উদ্বোধনী জুটিতে রিফাত বেগ করেন ৩৫ বলে ৩১ রান।
তবে শক্ত ভিতের পর মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তিন নম্বরে নামা আজিজুল হাকিম তামিম করেন ৩৪ রান। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর হঠাৎ করেই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ, ১৮০ রানেই হারায় ৬ উইকেট।
শেষদিকে দলের হাল ধরেন মোহাম্মদ আবদুল্লাহ। অপরাজিত থেকে খেলেন দায়িত্বশীল ৫৬ রানের ইনিংস (৬৪ বল)। তার ইনিংসে ভর করেই বাংলাদেশ ২৭৪ রানের মাঝারি মানের স্কোর দাঁড় করায়।

ছবি: সংগৃহীত
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দল ৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। শুরুতেই আল ফাহাদের হাতে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট কিছুটা প্রতিরোধ গড়েন। নাথানিয়েলের ৫৩ রানের ইনিংসটি ছিল দলের পক্ষে সর্বোচ্চ।
১৪০ রানে চতুর্থ উইকেট পড়ার পর একের পর এক ব্যাটাররা ফিরে যান সাজঘরে। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪৩ রানে। ফলে জয়ের ব্যবধান দাঁড়ায় ৯১ রানে।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সামিউন বশির রাতুল, মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম পান ২টি করে উইকেট।
এই জয়ে সিরিজে দারুণ আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।