
ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে সম্প্রতি তৈরি হওয়া উত্তেজনার মাঝেই আশার বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি কাজী ইনাম আহমেদ বুলবুল। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সঙ্গে বিসিবির সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ছিল এবং এখনো তা অটুট আছে।
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল এসিসির বার্ষিক সভার ভেন্যু নিয়ে ভারতীয় আপত্তি। শুরুতে শোনা যায়, ঢাকায় সভা হলে তাতে অংশ নেবে না ভারত। এমনকি আফগানিস্তান ও শ্রীলঙ্কার পক্ষ থেকেও সভা বর্জনের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত নাটকীয় মোড় নেয় বিষয়টি। বিসিসিআই তাদের অবস্থান বদলে সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।
বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি বুলবুল বলেন,
“ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন, সিরিজটি আমরা স্থগিত করেছি এবং দুই বোর্ড বসে সবচেয়ে সুবিধাজনক সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সেই ভালো সম্পর্কই আমরা বজায় রাখব।”
ঢাকায় ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এসিসি সভাকে ঘিরে ক্রিকেটবিশ্বে নজর রয়েছে। কারণ এই সভাতেই ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
এবারের এশিয়া কাপ আয়োজন করছে ভারত, তবে প্রতিপক্ষ পাকিস্তান খেলতে ভারতে যেতে অনিচুক। এই কারণে দীর্ঘদিন ধরে এশিয়া কাপের সূচি ও ভেন্যু অনিশ্চিত অবস্থায় রয়েছে। অনেকেই ধারণা করছেন, ঢাকার এসিসি সভায় এই জটিলতার অবসান ঘটতে পারে।