Chief TV - Leading online news portal of Bangladesh.

GoDesh
collapse
Home / খেলাধুলা / দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই দিশেহারা বাংলাদেশ - Chief TV

দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই দিশেহারা বাংলাদেশ - Chief TV

2025-10-18  খেলাধুলা ডেস্ক  57 views
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই দিশেহারা বাংলাদেশ - Chief TV

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা একদমই ভালো হয়নি টাইগারদের। মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দল।

বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। কিন্তু নতুন এই উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকতে পারেননি।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডের করা ডেলিভারিতে এলবিডব্লুর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান—৬ বলে করেন ৩ রান। পরের ওভারেই দলকে আরও একটি ধাক্কা দেন জেডেন সিলস। তাঁর বলে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে সৌম্য সরকার ফেরেন ৪ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।


Share: